ফলাফল ঘোষনারআগেই চলে গেলেন বিশ্বনাথের মুক্তিযোদ্ধা আপ্তাব আলী

aftab-aliতজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: সহকারী কমান্ডার (অর্থ) পদে প্রার্থী ছিলেন। বেলা সাড়ে তিনটায় নিজের ভোট দেন। মার্কা ছিল ঘোড়া। ৩৫টি ভোটও পান তিনি। প্রতিদন্ধী প্রার্থী ইন্তাজ আলী পান ২৭ (কলস) ভোট। ৮ ভোট বেশী পেয়ে মুক্তিযোদ্ধা বিশ্বনাথ উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনে বিজয় লাভ করেন। কিন্তু ভাগ্যে জোটেনি ফলাফল শুনার এর আগেই গতকাল বুধবার সন্ধ্যে সাতটায় পরপারে চলে যেতে হয়েছে। এই হতভাগা মুক্তিযোদ্ধার নাম আপ্তাব আলী। বয়স ৭০ বছর। তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযোদ্ধারা আপ্তাব আলীর মৃত্যুর খবর শুনে তাঁর গ্রামের বাড়িতে তাৎনিকভাবে যান। সেখানে গিয়ে পরিবার-পরিজন ও আত্বীয়-স্বজন কে সান্তনা দেন। মৃতবরণ কারী আপ্তাব আলী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
মুক্তিযোদ্ধা বিশ্বনাথ উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচন ১৪’র (ওয়াহিদ-রনজিত) প্যানেলে যারা বিজীয় হয়েছেন তারা হলেন। কমান্ডার পদে মো. ওয়াহিদ আলী (ঘোড়া প্রতিক) ৩৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদন্ধী হিসেবে আব্দুল মালিক (কলস প্রতিক) ২৭ ভোট। ডেপুটি কমান্ডার পদে রনজিত চন্দ্র ধর (ঘোড়া প্রতিক) ৩৫, একই পদে মো. আজিজুর রহমান (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) পদে নজরুল ইসলাম (ঘোড়া প্রতিক) ৩৫, একই পদে আব্দুল মন্নান (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী কমান্ডার (পূর্ণবাসন, সমাজকল্যাণ-শহীদ ও যুদ্ধাহত) পদে মো. মর্তুজ আলী (ঘোড়া প্রতিক) ৩৫ ভোট একই পদে মো. সানোয়ার আলী (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) পদে নূরুল ইসলাম (ঘোড়া প্রতীক) ৩৫, একই পদে সানুর আলী (কলস প্রতীক) ২৭ ভোট। সহকারী কমান্ডার পদে মৃত্যুবরণকারী আপ্তাব আলী (ঘোড়া প্রতিক) ৩৫। একই পদে মো. ইন্তাজ আলী (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী কমান্ডার (দপ্তর ও সাংস্কৃতিক) পদে মো. আব্দুস শহীদ (ঘোড়া প্রতিক) ৩৫ ভোট, একই পদে উমেশ বৈদ্য (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে নীরেশ বৈদ্য (ঘাড়া প্রতিক) ৩৫ ভোট, একই পদে মো. আব্দুল কাদির (কলস প্রতিক) ২৭ ভোট। সহকারী কমান্ডার (ক্রাণ ও সমাজকল্যাণ) পদে মোকাদ্দেছ আলী (ঘোড়া প্রতিক) ৩৫ ভোট, একই পদে আজমান আলী (কলস প্রতিক) নিয়ে ২৭ ভোট পান। এছাড়া কার্যকরী সদস্য পদে মো. আনোয়ার হোসেন (ঘোড়া প্রতিক) ৩৫ ভোট, মো. তাহিদুজামান (ঘোড়া প্রতিক) ৩৫ ভোট, মো. মনিরউদ্দিন চৌধুরী (কলস প্রতিক) ২৭ ও মো. আব্দুল কুদ্দুছ (কলস প্রতিক) নিয়ে ২৭ ভোট পান।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দুংখজনক হলেও সত্য আপ্তাব আলী নামের একজন মুক্তিযোদ্ধা নির্বাচনে প্রার্থী ছিলেন। ভোটও দিয়েছেন। বিজয় লাভ করেছেন। কিন্তু ফলাফল শুনার আগেই মৃত্যবরণ করেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তিনি মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন।
এদিকে মুক্তিযোদ্ধা আপ্তাব আলী মত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসকাবের নব-গঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামালউদ্দিনসহ সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।