নতুন রূপে আবারও শুটিংয়ে ফিরলেন ওমর সানী
সুরমা টাইমস বিনোদনঃ দীর্ঘ বিরতির পর তন্ময় তানসেনের ‘রান আউট’ ছবি দিয়ে আবারও শুটিংয়ে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিং করেন তিনি। এ ছবিতে আরো অভিনয় করছেন ফেরদৌস, সজল, মৌসুমী নাগ, স্বর্ণা প্রমুখ। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘দেশীয় চলচ্চিত্রে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এটা চলচ্চিত্রশিল্পের জন্য নিঃসন্দেহে ইতিবাচক দিক। আমি আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। সবাইকে বুঝিয়ে দিতে চাই, আমি এখনো ফুরিয়ে যাইনি।’
‘রান আউট’ ছবি সম্পর্কে ওমর সানী বলেন, ‘এ ছবিতে দর্শকরা আমাকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাবেন। ছবিটিতে কাজ করে মনে হচ্ছে, এতে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে। সব মিলিয়ে ছবিটির কাজ আমি খুবই উপভোগ করছি।’ সামনে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করবেন বলেও জানিয়েছেন ওমর সানী। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আহমেদ আলী মন্ডলের ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিং অনেক আগেই শেষ করেছি। সামনে সোহানুর রহমানের নতুন একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। এ ছাড়া আরো তিনটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’ সর্বশেষ ওয়াজেদ সুমনের ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’ ছবিতে অভিনয় করেছিলেন ওমর সানী। ছবিটি গত বছর মুক্তি পায়।