সম্মাননা নিয়ে বাসায় ফিরে পেলেন ছেলের মৃত্যু সংবাদ
সুরমা টাইমস বিনোদনঃ অভিনেতা খলিল উল্লাহ খান গতকাল শনিবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা লাভ করেন। আর এই সম্মাননা নিয়ে বাসায় ফিরে জানতে পারলেন বড় ছেলের মৃত্যুর সংবাদ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় খলিলের বড় ছেলে তার মোহাম্মদপুরস্থ নিজ অফিসেই হার্ট এ্যাটাকের পর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি এক মেয়ে এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।
কষ্টের কথা বলতে গিয়ে খলিল বলেন ‘মানুষের জীবনে সুখ আর দুঃখ এতো কাছাকাছি হতে পারে তা নিজের জীবন দিয়ে আজ উপলদ্ধি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তিনি আমার চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব নিয়েছেন। তবে আমার আজীবন কষ্ট থেকে যাবে বড় ছেলের সঙ্গে আমার শেষ দেখাটা হলোনা। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেস্ত নসীব করেন।’
খলিলের বড় ছেলের লাশ আজ রবিবার বাদ যোহর নামাজে জানাজার পর মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়।