সিলেট সদর সহ ১২ উপজেলায় নির্বাচন ২৩ মার্চ

Auto-Blog-Sellএবার ভোট উৎসবে মেতে উঠবে সিলেট সদরসহ বিভাগের ১২টি উপজেলা। চতুর্থ দফা ঘোষিত তফশিলে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- সিলেট জেলার সদর, কানাইঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, জগন্নাথপুর, শাল্লা, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, আজমিরিগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ।
ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ মার্চ পর্যন্ত। চতুর্থ দফা তফশিলে সিলেটের ১২ উপজেলাসহ সারাদেশের ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় নির্বাচনের জন্য ভোট গ্রহণ হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৫ মার্চ।
এ দিকে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, তাঁরা উপজেলা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছেন না। তবে এই নির্বাচনেও সেনাবাহিনী থাকবে।