দূর্বার আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হটাতে হবে : ডাঃ শাহরিয়ার
বি,এন,পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সদ্য ঘোষিত মহানগর বি,এন,পি’র আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী’র সাথে যুবদলের কিছু নেতাকর্মী সৌজন্য দেখা করতে যান। এ সময় ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, দেশ আজ এক চরম ক্রান্তি লগ্ন পার করছে। অবৈধ সরকার নামক এক দানব জাতির চরে বসেছে। দেশে আজ চরম আতঙ্ক বিরাজ করছে। মানুষ সরকারের অন্যায়, অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। গনতন্ত্র ও মানবাধিকারকে ভুলন্ঠিত করে আওয়ামীলীগ একদলীয় বাকশাল কায়েম করতে বিরোধী রাজনৈতিক দলের সভা, সমাবেশে অন্যায়ভাবে বাঁধা প্রদান করছে। আওয়ামীলীগ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে ভয় পায় বলেই জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সরকারের কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দূর্বার আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হবে। সভায় যুবদল নেতা সোহেল আহমদ এর সভাপতিত্বে ও হোসেন আহমদ রোহল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজাদুর রহমান আজাদ, শাহিন আলী, ফারুক হোসেন, এ,টি,এম ফয়েজ, জাকির আহমদ, রশিদ আহমদ, এনামুল ইসলাম লায়েছ, নুর আলম, এইচ,এম,দেলওয়ার, আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জুনেদ আহমদ, মুরাদ আহমদ, মর্তুজা আহমদ, রাসেল আহমদ, মঞ্জুর আহমদ, সালমান, দুলাল আহমদ, রাজন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি