জমায়াত-বিএনপি দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চায় : সুফিয়ান
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, জামায়াত বিএনপি দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চায়। তারা হরতালের নামে গাড়িতে, ট্রেনে আগুন নিয়ে মানুষ পুড়ানোর রাজনীতি করে। তারা জঙ্গিদের লালন-পালনকারী। জনগণ তাদেরকে ২০০৮ সালে ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। তাঁর সৃযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় বছর থেকে দেশের উন্নয়নের চাকা সামনের দিকে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার শাহ খোররম ডিগ্রী কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ সিলেট সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগ সিলেট সদর উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান ও ফয়ছল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান বাদশা, নিজাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা শামীম রশিদ চৌধুরী, আব্দুল মতিন ভ’ঁইয়া, জাহাঙ্গীর খান, জাকারিয়া আহমদ, শাহ আলম সুরুক, চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, শ্রকি নেতা আব্দুস সাত্তার, সুশান্ত দে, রাজা মিয়া, নুরুল আলম, রফিক আহমদ, সমেন্দ্র সিংহ, সিরাজুল ইসলাম ও প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ। এরআগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিজ্ঞপ্তি