মেন্দীবাগে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বাসা বাড়ি, দোকানপাট ভাংচুর
অগ্রসর যুব সংঘ কার্যালয় ও মুক্তিযোদ্ধ স্মৃতি সৌধ পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুর হক চৌধুরী
সুরমা টাইমস ডেস্কঃ গতকাল শুক্রবার সকালে সিটি মেয়র আরিফুর হক গত শনিবার রাতে মাছিমপুরের একদল বখাটে কর্তৃক মেন্দীবাগে ছাত্রী উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদকারীদের বাসা বাড়ি, দোকানপাট ভাংচুরের ঘটনায়স্থ পরিদর্শন করেন। এদিকে উক্ত ঘটনায় সন্ত্রাসীদের উপর নারী নির্যাতন মামলা ও মেন্দীবাগ অগ্রসর যুব সংঘের কার্যালয় ভাংচুর ও মেন্দীবাগ মুক্তিযোদ্ধের স্মৃতি সৌদের ক্ষতি স্বাধনের ঘটনায় মোট ২টি মামলা করা হয়। এখন পর্যন্ত মামলার আসামীদেরকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। রামকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের মেন্দীবাগ এলাকার ছাত্রীরা ভয়ে স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। জনমনে প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে। এঘটনার কোন আসামী গ্রেফতার হবে কি? আসামীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ লোক দেখানো অভিযান বারবার অব্যাহত রাখলেও আসামীরা এখনো নিরাপদে এলাকায় অবস্থান করছে। এব্যাপারে অভিলম্বে আসামীদের গ্রেফতার না করলে মানুষের মনে আতঙ্ক দুর হবেনা। এলাকাবাসী মনে করছে আবারো কি সন্ত্রাসীরা সংগবদ্ধ হয়ে উত্ত্যক্তেকারী ছাত্রীদের অভিভাবকদের উপর কোন বিপদ ঘটে কি?