ইলিয়াস সন্ধান ও নেতাকর্মীর মুক্তি দাবিতে বিশ্বনাথে বিএনপি মিছিল-সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘নিখোঁজ’ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবারক আলীসহ সকল কারাবন্ধী নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল বিশ্বনাথে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল দলীয় অফিসের সামন থেকে বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ‘বাসিয়া সেতুর ওপর’ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গৌছ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ন-সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলতাবুর রহমান, খাজাঞ্চির যুগ্ন-আহবায়ক আলতাব আলী, বিএনপি নেতা ছোট মেম্বার, আবারক আলী মেম্বার, হাম্দু মিয়া, আমির আলী, আব্দুল গণি, আব্দুর রজাক, আরব খান, ফরিদ মিয়া, ইছাক আলী, ইরণ মিয়া মেম্বার, ইউনূছ আলী, যুবদলের যুগ্ন-আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, গোবিন্দ মালাকার, সোহাগ আহমদ চন্দন, যুবদল নেতা শানুর আলী, ইসলামউদ্দিন, সুন্দর আলী, গিয়াসউদ্দিন, সুমন আহমদ, নিজামউদ্দিন মেম্বার, আব্বাস আলী সুমন, আক্তার হোসেন রিপন, শামীম আহমদ, জুনেদ আহমদ, আজমল খান, জাহেদ আলী, জাহান, নাজিমউদ্দিন, আকিদুল ইসলাম, মো. আলী লিটন, জাহান আলী, মাসুদ আহমদ সুমন, সাইদুর রহমান, হেলাল আহমদ, রফিক আলী, সালাম, নূরুল, শুকুর আলী, কামাল, মতিউর রহমান, ফুল মিয়া, জমসেদ আলী, হেলাল আহমদ, দিলোয়ার আহমদ, তুরণ মিয়া, সুন্দর আলী, সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কয়েছ মিয়া, যোয়াদ আলী, আশিকুর রহমান রানা, তাজউদ্দিন আহমদ কিনু, রায়হান আহমদ, শাহিন তালুকদার লিমন, মোশারফ আলী, ছমির আলী, দিলোয়ার আহমদ, সেচ্ছাসেবক দল নেতা মো. আরিফ, আতিকুর রহমান আতিক, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, আবুল ছাদিক, ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আমির আলী, আমিরউদ্দিন, সিনিয়র সদস্য শাহ আমিরউদ্দিন, জিল¬ুর রহমান, শাহ জাহান, সাঈদ আহমদ, আজাদ, এনামুল, আব্দুল হামিদ, খালেদ মিয়া, সাফি, শিমুল, ছুনু, শিহাব, নাজমুল, আরমগীর, তারেক আজিজ, ইউনূছ আহমদ, শ্রমিকদল নেতা নিপেন্দ্র, আমির আলী, আছকির, সুহেল, আরতাব, নূর আলম, সেলিম, রুহুল, গৌছ আলী, দুদু মিয়া, লায়েছ, আব্দুল আলী, আনছার আলী, হাবিব, সামাদ, মজম্মিল প্রমুখ।