বিশ্বনাথে প্রবাসীকে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রবাসী মঞ্জুর আহমদকে সংর্বধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে সংগঠনের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. আমিরুল হক সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও বিশ্বনাথ প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আলহাজ্ব মঞ্জুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বাউল করিম পরিষদের সাধারন সম্পাদক ফয়জুল হক, জিয়া সংসদের সভাপতি আয়াজ আলী রাজু, সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাধারন সম্পাদক কবি এস.পি সেবু। বক্তব্য রাখেন বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও রহমত আলী ভরসা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক নূরউদ্দিন, নাট্য কল্যাণ সংস্থার সদস্য ফজল খান, সিরাজ মিয়া, জমির আলী, হেলাল আহমদ, সালেহ আহমদ, ডিপজল, আব্দুস সামাদ আজাদ, গোলাপী বেগম, আমিনা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল কাদির, আব্দুল হামিদ, নয়ন মিয়া, আবুল ভান্ডারী, ছিদ্দেক আলী, মজম্মিল আলী, আবুল কাসেম প্রমূখ।