বঙ্গপোসাগরে নিরাপত্তা রক্ষায় ২০১৫ সালে মার্কিন জাহাজ : অংশীদারিত্বের সংলাপে যৌথ ঘোষণা

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়া উদ্দিন, ওরয়ল্ডি শারম্যান, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নিশা দেশাই বিসওয়াল। ছবি- এনা।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়া উদ্দিন, ওরয়ল্ডি শারম্যান, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নিশা দেশাই বিসওয়াল। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা: তৃতীয় বারের মতো ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ। অংশীদারিত্বের এ সংলাপ শুরু হয়েছিলো গত ২৮ অক্টোবার এবং শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। দুই দিন ব্যাপী এ সংলাপে বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েল্ডি শারম্যান। এ সময় ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সরকারি মন্ত্রী নিশা দেশাই উপস্থিত ছিলেন। দুই দিনের বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে দেশ দু’টির পক্ষ থেকে। বঙ্গপোসাগরে বাংলাদেশের জলসীমার নিরাপত্তা শক্তিশালী করতে ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি জাহাজ হস্তান্তর করার কথা রয়েছে যৌথ ঘোষণায়। এছাড়া ঘোষণা আসে সাইবার ক্রাইম , মানি লন্ডারিং প্রতিরোধসহ সকল ধরণের সন্ত্রাসবাদ রোধে দুই দেশ একসাথে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, এবং ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহযোগীতা অব্যাহত রাখার ঘোষণা স্থান পেয়েছে যৌথ ঘোষণায়। বাংলাদেশের পক্ষ থেকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টির প্রশংসা করা হলেও জিএসপি সুবিধার বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আসেনি যৌথ ঘোষণায়। উভয় পক্ষের সম্মতিতে আগামী বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারীত্ব সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের অধিকার সুরক্ষার পক্ষে জোর আরোপ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মূখপাত্র জেন পিসাকি । গত ২৯ অক্টোবর স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তবে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের বিষয়টি এত দ্রুত যুক্তরাষ্ট্র মূল্যায়নে আনেনি বলে জানান তিনি। এদিকে, আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র -বাংলাদেশ যৌথ অংশিদারিত্বেও ভিত্তিতে কাজ করবে এমন ঘোষণা এসেছে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সংলাপে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রতিদিনের মতো মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মূখপাত্র জেন পিসাকি। বিশ্বেও অন্যান্য ইস্যুর পাশাপাশি উঠে আসে জামাতে ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আদালত কর্তৃক মৃত্যুদন্ড দেয়ার বিষয়টি। জবাবে জেন পিসাকি জানান যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে সংগঠিত অপরাধের বিচারের পক্ষে । কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রাখবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে বাংলাদেশে আবারো সংঘাতময় পরিস্থিতির আশংকাও করেন তিনি।