প্রথম আলোকে বলছি, আপনারা নিজেরা আগে বদলান : আসিফ
সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোকে ‘বদলাতে’ বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ১১ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক পেজে আসিফ এসব কথা বলেন। তিনি দৈনিক এ পত্রিকাটির সমালোচনা করে বাংলাদেশের সংস্কৃতিকে খোলা চোখে দেখতে বলেছেন।
ফেসবুকে আসিফ আকবরের লেখা স্ট্যাটাসটি রাইজিংবিডির পাঠকদের জন্য হুবুহু তুলে দেওয়া হলো : বাংলাদেশের শীর্ষ পত্রিকা প্রতিদিনই পড়ি। কিছু পত্রিকার বিনোদন পাতার খবরগুলো দেখলে মন ভরে যায়। আর কিছু পত্রিকা মন খারাপ করে দেয়। এর মধ্যে প্রথম আলো অন্যতম। তাদের প্রতিদিন বিনোদন ও সাপ্তাহিক আনন্দ পাতা দেখলে মনে হয় হলিউড বলিউড এর টেন্ডার নিয়ে বসেছেন। দুঃখ পাই, ক্রুদ্ধ হই, লজ্জা লাগে। তবুও পড়ি। প্রথম আলো বলে- বদলে যাও বদলে দাও। আমি প্রথম আলোকে বলছি, আপনারা নিজেরা আগে বদলান। খোলা চোখে বাংলাদেশের সংস্কৃতি দেখার চেষ্টা করুন।
ফেসবুকে এ স্ট্যাটাস দেওয়ার পর শুরু হয় সমালোচনার ঝড়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ স্ট্যাটাসে লাইক পড়েছে প্রায় ৯ হাজার। আসিফ আকবরের ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/asif.akbar.bd/timeline