অবশেষে বিশ্বকাপ জিতলো শ্রীলঙ্কা
সুরমা টাইমস স্পোর্টসঃ মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই লংকানরা।নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে তারা।প্রথম দশ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গেছেন কুশল,দিলশান ও জয়াবর্ধনে।১৩তম ওভারে থিরিমান্নেও আউট হয়ে গেছেন।ইনিংসের দ্বিতীয় ওভারে কুশলকে(৫) আউট করে শুরুটা করেছিলেন মোহিত।ষষ্ঠ ওভারে অশ্বিনের বলে কোহলির ক্যাচ হয়েছেন দিলশান(১৮)।-আর দশম ওভারে রায়নার শিকার হয়েছেন জয়াবর্ধনে(২৪)।
এর আগে,লংকান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সুবাদে ওয়ার্ল্ড টুয়েন্টি২০’র ফাইনালে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় ভারত।কোহলির ঝড়ো ব্যাটিং সত্বেও্ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ধোনির দলের সংগ্রহ ১৩০ রান।
হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত।ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাথিউসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানে।এরপর কোহলির সঙ্গে ৬০ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন রোহিত।১১তম ওভারে রোহিত ২৯(২৬) রানে আউট হলেও দারুণ ব্যাটিং চালিয়ে যেতে থাকেন কোহলি।তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টি-টুয়েন্টি অর্ধশতক ।তবে ১৫ ওভারের পরই ভারতীয় ব্যাটারদের লাগাম টেনে ধরেন কুলাসেকারার-মালিঙ্গারা।স্লগ ওভারে ধীর গতিতে ব্যাট করে মাত্র ১১(২১) রানে আউট হন যুবরাজ।এরপর ১৯তম ওভারে ধোনি ক্রিজে এলেও তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি।কুলাসেকারা-মালিঙ্গারা শেষ দু ওভারে মাত্র ১২ রান দিয়ে এক উইকেট তুলে নিলে নির্ধারিত ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।৫ চার ও ৪ ছয়ে ৫৮ বলে ৭৭ রান করে চতুর্থ ব্যাটার হিসেবে রান আউট হন কোহলি।শ্রীলংকার পক্ষে কুলাসেকারা,ম্যাথিউস ও হেরাথ একটি করে উইকেট নেন।