ফিফার কাছে নালিশ করলো ইরান

iranসুরমা টাইমসঃ আর্জেন্টিনা ম্যাচের রেফরিং নিয়ে অসন্তুষ্টির কথা গত শনিবারই জানিয়েছিলেন ইরান বস কার্লোস কুইরোজ।রবিবার ইরানি মিডিয়া সমালোচনায় ধুয়ে দিয়েছিল সার্বিয়ান রেফরি মিলোরাড ম্যাজিককে।মিডিয়ার দাবি,মিলোরাড ইরানের প্রতি ‘অবিচার’ করেছেন।আর সবশেষ খবর হল,মিলোরাডের ‘অবিচারের’ বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ করেছে ইরানের ফুটবল ফেডারেশন।
ইরানিদের যত ক্ষোভ আর্জেন্টিনা রাইটব্যাক জাবালেতার সেই আলোচিত ট্যাকেলকে ঘিরে।ম্যাচের দ্বিতীয়ার্ধে জাবালেতা ইরানি ফরোয়ার্ড আসকান দেজাগাহকে নিজেদের বস্কের মধ্যে ফেলে দিয়েছিলেন।তবে তখন পার্সিয়ান তারকাদের পক্ষে বাঁশি বাজাননি রেফরি।মিডিয়ার দাবি,ওই সিদ্ধান্তই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।সিদ্ধান্ত অন্যরকম হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ইরান।
আর এসব আক্ষেপের সবই উঠে এসেছে ফিফার কাছে লেখা ইরানি ফুটবল ফেডারেশন মহাসচিব মেহেদি মোহাম্মদ-নবীর চিঠিতে।দুই পৃষ্ঠা লম্বা চিঠিতে মেহেদি মিলোরাডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।পাশাপাশি রেফরি নির্বাচনের ক্ষেত্রে ফিফাকে আরো কৌশলি হতে পরামর্শ দিয়েছেন তিনি।
ফিফা বরাবর চিঠি ইস্যু সম্পর্কে মেহেদি মিডিয়াকে বলেন,আর্জেন্টিনার বিপক্ষে আমরা ভাল খেলেছি।রেফরির ভুলের কারণেই ওরা জয় পেয়েছে।মিলোরাড পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দিয়েছে।ফুটবলের ভালোর স্বার্থেই ফিফার উচিৎ এমন রেফরিদের এড়িয়ে চলা।