মুশফিকদের নতুন শুরুর মিশন

Mushfikসুরমা টাইমস স্পোর্টসঃ ওয়ার্ল্ড টুয়েন্টি২০’র টপটেনে খেলার আগে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে পারতো।কিন্তু বাছাই পর্বের হংকং ম্যাচের ফলাফল পরিস্থিতি বদলে দিয়েছে।ওই ম্যাচের হার স্বাগতিক ক্রিকেটারদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরিয়েছে।তাই অনেকটা চাপে থেকেই সোমবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খেলতে নামার কথা বাংলাদেশের।তবে টাইগার দলপতি মুশফিকুর রহিম চাপটাকে বড় করে দেখতে চাননা।ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানিয়েছেন,কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভাল খেলে নতুন করে সবকিছু শুরু করতে চায় তার দল।
টপটেনে নিজেদের লক্ষ্য বিষয়ে মুশি বলেন,আমাদের প্রথমিক লক্ষ্য ছিলো সুপার টেনে কোয়ালিফাই করা।সেটা আমরা করতে পেরেছি। এখন টপটেনের খেলা।দল চারটি ম্যাচেই ভাল করতে চায়।এখানে ভাল করার সুযোগও রয়েছে।
কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চাপ নিয়ে নয় নির্ভার হয়েই খেলতে নামবে বাংলাদেশ এমনটা দাবি করে মুশফিক বলেন,আমাদেরকে চার বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে হবে।ওদের বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই।আমার মনে হয় আমাদের সঙ্গে খেলার সময় অন্য দলগুলোই বেশি চাপে থাকবে।
আগামীকালের ম্যাচ সম্পর্কে মুশফিক বলেন,ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভাল খেলেনি। তাই কালকের ম্যাচে ওরা কিছুটা চাপে থাকবে। তাছাড়া, সবশেষ ওয়ানডে সিরিজে আমরা তাদেরকে হারিয়েছিলাম।ওয়ানডে ও টি-টোয়েন্টি ভিন্ন ফরমেটের খেলা হলেও সিরিজ জয়ের ওই স্মৃতি আমাদেরকে কিছুটা হলেও এগিয়ে রাখবে।
সোমবার বাংলাদেশ একাদশ কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে ক্যাপ্টেন কুল বলেন,ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গাজীর ভালো কিছু রেকর্ড আছে। উইকেটে আগের মত স্পিন থাকলে গাজী খেলতে পারে। লোয়ার অর্ডারে কেউ ভাল করতে পারছে না। তাই জিয়াউর রহমানকেও খেলানোর সম্ভবনা রয়েছে।তবে আগামীকাল উইকেট দেখেই দল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।