সিলেটে চুনারুঘাটের পৌর মেয়রের ইন্তেকাল
সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর দরগাগেইটস্থ নূরজাহান হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
জানা যায়- চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ আলী কয়েকদিন থেকে শারীরিক সমস্যায় ভূগছিলেন। শুক্রবার তিনি কিছু মেডিকেল টেস্ট করানোর জন্য সিলেটে আসেন। যথারীতি তিনি টেস্টগুলোও করেন। এরপর তিনি বুকে ব্যথা অনুভব করলে দরগাগেইটস্থ নূরজাহান হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরুন কুমার বলেন- শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ আলী। চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকাল সাড়ে ৩ টায় ইন্তেকাল করেন।