পেছনের দরজা দিয়ে খালেদা জিয়ার ক্ষমতায় আসার দিন শেষ

বিশ্বনাথে শ্রমিক লীগের সম্মেলনে শফিকুর রহমান চৌধুরী

photo1বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় খালেদা জিয়া হুমকি দেন তা প্রতিহত করার আর উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে আন্দোলন-সংগ্রাম করার হুমকি দিয়ে বলেন নির্বাচন চাই। খালেদা জিয়া বলেন এক ও করেন আরেক। জনগণ এখন অনেক সচেতন। মনে রাখবেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার বিশ্বনাথে উপজেলা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেদনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক। সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি শংকর দাশ শংকু ও সাবেক সাধারণ সম্পাদক আরশ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল জলিল, সহ-সম্পাদক সমরেন্দ্র সিংহ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু দিয়া, বিমল দাশ, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, আইন সম্পাদক শফিকউদ্দিন স্বপন, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী, তজম্মুল আলী, ময়না মিয়া, মাহবুবুর রহমান লিলু, সুফী মিয়া, উপজেলা কৃষক লীগের আহবায়ক ছুরাব আলী, যুগ্ম-আহবায়ক বদরুল ইসলাম, সাহাবুদ্দিন, কাছা মিয়া মেম্বার, শ্রমিকলীগ নেতা সাধন দাশ, আমির আলী, তাজির আলী, আরান দেব, হাবিবুর রহমান, শাহজাহান সিরাজ, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জহুর আলী, সুহেল তালুকদার, রবিউল ইসলাম, দুলাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল, ছাত্রলীগ নেতা আবদুল বাতিন প্রমুখ।