জকিগঞ্জে সাংবাদিকদের সাথে ২ মেয়র প্রার্থীর মতবিনিময়
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ২ জন মেয়র প্রার্থী গতকাল শুক্রবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বিকাল ৩ টায় মেয়র প্রার্থী জাফরুল ইসলাম সোনার বাংলা সমবায় সমিতিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন নির্বাচনে বিজয়ী হলে কারিগরী শিার প্রতি গুরুত্ব দিবেন। পৌর এলাকার প্রতিটি নাগরিকের উন্নয়নে সকল সমস্যা চিহ্নিত করে সমাধান করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোস্তাক আহমদ, সমাজসেবী ফুরকান আহমদ মুন্সি।
অপরদিকে বিকাল ৫ টায় পৌর শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে মেয়র প্রার্থী ইমরান হোসেন মতবিনিময় করেন। মতবিনময়কালে তিনি এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মুনিম আহমদ, এনামুল হক প্রমূখ।