মৌলভীবাজারে পিতার বিরুদ্ধে শিশুকন্যা খুনের অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দীঘলগজি এলাকা থেকে জবা আক্তার তাহমিনা (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। জবা ওই এলাকার মিজানের সৎমেয়ে। জবার মা পেয়ারা বেগমের অভিযোগ সৎপিতা মিজানই জবাকে খুন করতে পারে। বর্তমানে মিজান মিয়া পলাতক রয়েছেন।
মৃত জবার মা পেয়ারা বেগম জানান, জবার সৎবাবা মিজানের সঙ্গে তিনি বর্তমানে সংসার করছেন। ঋণের কিস্তির টাকা নিয়ে তার সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়। বুধবার রাতে এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর রাতে সবাই ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজ ঘরের পাশের বাঁশ গাছে সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় জবার মৃতদেহ ঝুলতে দেখেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী মিজান পলাতক থাকায় পেয়ারা বেগমের অভিযোগ, তার মেয়েকে মিজান হত্যা করেছে। মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পলাতক মিজানকে আটকে পুলিশের অভিযান চলছে।