আত্মসমর্পন করলেননা সিটি মেয়র আরিফ

arifসুরমা টাইমস ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় চার্জসিটভূক্ত আসামী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার হবিগঞ্জ আদালতে আত্মসমর্পনের কথা ছিল। সিলেটের কয়েকজন সিনিয়র আইনজীবীসহ অন্তত দুই শতাধিক আইনজীবি মেয়র আরিফের পক্ষে অদালতে জামিন চাইবেন এমন প্রস্তুতিও প্রায় চূড়ান্ত ছিল।
কিন্তু সোমবার সকালে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে তার অত্মসমর্পন সংক্রান্ত কোন আবেদন জমা দেওয়া হয়নি। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আর কোর্ট সময়ের মধ্যে আবেদন জমা না দেওয়ায় আজ তার আত্মসমর্পন করার সম্ভাবনা নেই।
সূত্রমতে, জামিন না পাওয়ার আশঙ্কায় সকল প্রস্তুতি চূড়ান্ত থাকার পরও তিনি আজ আত্মসমর্পন করেননি। তবে, পরিস্থিতি অনুকূলে থাকলে দুই এক দিনের মধ্যে তিনি আত্মসমর্পন করতে পারেন এমন আভাসও পাওয়া গেছে। প্রসঙ্গত, রবিবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।