মহানগর বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ
মওদুদ একজন ভদ্রবেশি দালাল
সুরমা টাইমস রিপোর্টঃ ব্যারিষ্টার মওদুদ আহমদ দলের সাথে বেইমানী, মুনাফিকি করে কারাফটকে বসে যে বইটি লিখেছে তা সম্পুর্ন অসত্য ও বানোয়াট। মওদুদ একজন ভদ্রবেশি দালাল। যে তার রাজনৈতিক জীবনে সবসময়ই দালালী করে আসছে। এই দালাল সবসময় দেখা গেছে (মওদুদ আহমদ) যে দলে থাকতো সে দল ক্ষমতায় না গেলে তার খুলুষ বদলিয়ে যে দল সরকার গঠন করতো সে সরকারেই তাকে দেখা যেত। এই সুবিধা ভুগি লোকটাকে কেন যে আমাদের দলে স্থান দেয়া হয়েছে তা আমরা বুঝে উঠতে পারছিনা। তার প্রতারনা ও দালালীর কারনে আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িটিও হাতছাড়া হয়েছে। বর্তমান সরকারের দালালী করে আমাদের দলের চেয়ারপার্সনকে মিথ্যা আশ্বাসে আশ্বস্ত করে ভুল বুঝিয়ে সরকারের হাতে বাড়িটি তুলে দিয়েছে। মওদুদ আহমদ (তার লেখা বইয়ে) বেগম জিয়া সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিয়েছেন তা সঠিক নয়। তিনি বলেছেন (মওদুদ) খালেদা জিয়া নাকি তার ছেলেদের রক্ষা করার জন্য ছাড় দিয়েছেন, খালেদা জিয়া যদি ছাড় দিতেন তাহলে তার ছেলে তারেক রহমানের মেরুদন্ডের হাড় ভেঙ্গে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতনা, আরাফাত রহমান কোকোও বিদেশ গিয়ে চিকিৎসার নেয়ার প্রয়োজন হত না এবং যদি খালেদা জিয়া ছাড় দিতেন তাহলে তাকে ও তার ছেলেদেরকে এতগুলি মামলার আসামী হতে হতনা। খালেদা জিয়া দেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে দেশ না ছাড়ার এই কঠোর সিদ্ধান্তে অটল থাকেন। তিনি যদি ছাড় দিতেন তাহলে তখনি বিদেশে পাড়ি জমাতেন। তা না করে দেশের জনগণের কথা চিন্তা করে পরিবারের উপর জুলুম নির্যাতন সহ্য করে দেশে থেকেই সবকিছুর মুকাবেলা করেন। বেগম খালেদা জিয়া বিগত ওয়ান ইলেভেন থেকে এখন অবদি তার ও তার পরিবারের উপর নির্যাতন, নিপীড়ন সহ্য করে দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেই বেগম জিয়ার জিয়ার সাথে মওদুদ আহমদের এধরনের প্রতারনা মিরজাফরের মত বিশ্বাস ঘাতকতাকেও হার মানিয়েছে। মওদুদ কারাফটক থেকে বের হওয়ার তাগিদে ও তার বিলাশ বহুল বাড়ি রক্ষার জন্য ও তার পরিবারকে রক্ষা করার কারনে সরকারের সাথে আতাত করে আমাদের দলের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার স্বার্থেই এই বইটি লিখেছে। মওদুদ বর্তমানে সরকারের ভালো একজন দালাল তাতে কোন সন্দেহ নেই। এই বিশ্বাস ঘাতকের মত আর কোন বিশ্বাস ঘাতক জাতে আমাদের দলে স্থান না পায় সেদিকে কঠোর নজরদারী রাখার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান।