তথ্য বাতায়নে দেশের শ্রেষ্ঠ পুরস্কার পেল সিলেট সদর উপজেলা

ASFAK CHARMAN Officeসুরমা টাইমস ডেস্কঃ তথ্য বাতায়নে দেশের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সিলেট সদর উপজেলা। গত ৭ সেপ্টেম্বর রাজধানীর বিয়াম মিলনায়তনে উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য বাতায়ন বিনির্মান ও সমৃদ্ধকরনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠা উপজেলা ও শ্রেষ্ঠ ইউনিয়ন কে পুরস্কৃত করা হয়। উপজেলা পর্যায়ে তিনটি উপজেলা তথ্য বাতায়ন কে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এর মধ্যে সিলেট সদর উপজেলা। অপর দুটি হচ্ছে কিশোরগঞ্জ মিঠামইন ও পটুয়াখালীর কলারোয়া উপজেলা। এটুআই প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। পুরস্কারটি গ্রহন করার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ এর কিন্তু তার ভাবি মারা যাওয়র কারনে অনুষ্ঠানে যেতে পারেননি তার পরিবর্তে পুরস্কার গ্রহন করতে যান সিলেট সদর উপজেলার উপজেলা নির্বহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষি অফিসার সমবায় অফিসার) টেকনিশিয়ান। উল্লেখ্য একই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কৃষি ও সমবায়ে গুরুত্ব পূর্ণ অবদানের জন্যে ও শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে।