জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আসামীদের বাড়ী ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির কালিজুরী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৬ আগষ্ট দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত ও এক পক্ষের দু’সহোদর নিহতের ঘটনায় বাদী পক্ষের লোকজন কর্তৃক আসামীদের বাড়ীঘরে হামলা, ভাঙ্গচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের পর একপক্ষ ২৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামীপক্ষের লোকজনদের বাড়ীতে হানা দিয়ে প্রতিপক্ষের লোকজন লুটপাট চালায় বলে তাদের পরিবারের লোকজন জানিয়েছেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের প্রেক্ষিতে অপর পক্ষের কালিজুরী গ্রামের মনির উদ্দিনের পুত্র মোঃ ইয়াহিয়া (২৭) বাদী হয়ে গত ২৬ আগষ্ট সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে একই গ্রামের প্রতিপক্ষ ১২জনকে আসামী করে একটি দরখাস্ত মামলা দায়ের করেন। উক্ত দরখাস্তের প্রেক্ষিতে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত গত ১লা সেপ্টেম্বর দরখাস্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে নির্দেশ দেন। দু’সহোদর নিহতের ঘটনায় মামলার আসামী মনির উদ্দিন, মখদ্দুস আলী, করিম উদ্দিন, হাফিজ কবির উদ্দিন সিলেট জেল হাজতে থাকার সুবাদে বাদী পক্ষের লোকজন তাদের বাড়ীতে চড়াও হয়ে বসত ঘর ভাঙ্গচুর, গৃহের অধিকাংশ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আসামীদের আত্মীয়-স্বজন এমনকি পরিবারের নারী ও শিশুদের শারিরীকভাবে নির্যাতন করায় প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভয়ে স্থানীয় থানায় মামলা করতে পারছেন না বলে আদালতে দরখাস্ত মামলার বাদী ইয়াহিয়া ও আসামীদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।