টুকেরবাজারে পুলিশ-শিবির ধাওয়া, শিবিরের ইট-পাটকেল
সুরমা টাইমস ডেস্কঃ শহরতলীর টুকেরবাজার তেমুখীতে পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এসময় জামায়াত-শিবির ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সন্ধ্যা ৭টার সময় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা জালাল আহমদের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা চরুগাওয়ের রাস্তা দিয়ে পালিয়ে যায়। জামায়াত-শিবিরকে ধাওয়া করার সময় রাস্তায় পেয়ে সিলেট সদর উপজেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল আহাদ লিমনকে আটক করে পুলিশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান- জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তিনি ছাত্রদল নেতা লিমনকে আটক করার বিষয়টিও নিশ্চিত করেছেন।