অভিনব প্রতারণা : জনতার হাতে ধরা খেলেন বিধান কুমার সাহা
সুরমা টাইমস ডেস্কঃ অভিনবপন্থায় প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেলেন বিধান কুমার সাহা (৩৬) নামের এক প্রতারক। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। প্রতারক বিধান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা।
কদমতলী পয়েন্টর ব্যবসায়ীরা সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিধান কুমার কদমতলী পয়েন্টে অভিনবপন্থায় প্রতারণা করে আসছেন। পান দোকানগুলোতে এসে তিনি সিগারেট, বিস্কুট ক্রয় করে টাকা না দিয়েই তার সাথে থাকা একটি ব্যাগ বা অন্য জিনিস রেখে যান। যাওয়ার সময় দোকানদারকে বলে যান আমার এটা রাখেন। এটা নেয়ার সময় টাকা দিয়ে যাব।
কিন্তু দোকান থেকে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে দোকানদার ব্যাগ খুলেও দেখেন ব্যাগের ভেতরও কিছু নেই। এ পদ্ধতি অবলম্বন করে বিধান গত কয়েক দিন আগেও কদমতলীর একটি পান দোকান থেকে প্রায় ১৬শ’ টাকার মালামাল নিয়ে যান। বুধবার দুপুরে বিধানকে দেখে দোকানীরা আটক করেন। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।