জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিশ্বনাথে জামায়াতের মিছিল-সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গতকাল বৃহস্পতিবার উপজেলা জামায়াতের উদ্যোগে জাতীয় সম্প্রচার নীতিমালা বালিত, সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের এর মুক্তির দাবিতে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেছে দলটি। এছাড়া জামায়াত নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুল মালিক ময়ূরের মৃত্যূতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও নায়েবে আমীর নিজামউদ্দিন সিদ্দিকী চেয়ারম্যানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসমত উল্লাহ, নায়েবে আমীর মাষ্ঠার ইমাদউদ্দিন, এ্যাসিটেন্ট সেক্রেটারী আবদুল মুকসিদ আক্তার, মতিউর রহমান, জামায়াত নেতা মাহফুজুর রহমান বাবুল, শাহিন আহমদ রাজু, শাহিন আহমদ, শামীম আহমদ, জসিমউদ্দিন কাওছার, ছাত্রশিবির সভাপতি জহিরউদ্দিন ইমন, সেক্রেটারী ফাহিম আহমদসহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবিলম্বে জাতীয় সম্প্রচার নীতিমালা বালিত ও দিগন্ত টেলিভিশন ও আমার দেশ পত্রিকা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন।