বিশ্বম্ভরপুরে তিন দিন ব্যাপী ট্যাক্স মেলা অনুষ্ঠিত

কামাল হোসেন,তাহিরপুরঃ বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপী হোল্ডিং ট্যাক্স মেলা অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন বৃহস্পতিবার মেলার আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ । পওে ২৮জুন শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী ট্যাক্স মেলার সমাপন হয় । এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিনারুজ্জামান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। আরও বক্তব্য রাখেন অ্যাড:মামুনুর রশিদ কয়েছ, প্যানেল টু চেয়ারম্যান জসীম উদ্দিন, ইউপি সদস্য আঃ আলীম,মনোয়ারা বেগম,মোঃ হাছন আলী, ইউপি সচিব মোঃ ওলি উল্লাহ্, শরিক প্রকল্পের মোঃ শিহাব উদ্দিন প্রমুখ । এর আগে বক্তাগণ, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা,জবাবদিহিতা ও সু-শাষন প্রতিষ্ঠায় হোল্ডিং ট্যাক্স আদায় এবং জনসাধারন স্বেচ্ছায় পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এ ব্যাপারে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসার আহব্বান জানান । মেলায় জনসাধারন উৎসবমুখর পরিবেশে ট্যাক্স মেলায় অংশ গ্রহন করে নিজেদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন । ট্যাক্স রশিদের কুপন দিয়ে লটারির মাধ্যমে ট্যাক্স হোল্ডারদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় । এছাড়া তিনদিন ব্যাপী মেলায় বাউল-সংগীতসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল । ট্যাক্স মেলায় চার লক্ষ্যাধিক টাকা আদায় হয়েছে বলে জানা যায় ।