দুই ওসিসহ অভিযুক্ত ৫ পুলিশের আপিল খারিজ
সুরমা টাইমস রিপোর্টঃ পুলিশী হেফাজতে ছাতকের ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে দুই ওসিসহ ৫ পুলিশের দায়ের করা আপিল খারিজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানী শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন আপিল আবেদন খারিজ করে দেন। কোতোয়ালী থানার বরখাস্ত হওয়া ওসি (তদন্ত) শ্যামল বনিক অভিযুক্তদের পে সুপ্রিম কোর্টের অ্যাপিলেড ডিভিশনের ওই আপিল আবেদন করেন। রিট আবেদনকারীর পে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট আবদুন মতিন খসরু ও ফয়জুর রহমান।গত ১৭ জুলাই সিলেট কোতোয়ালী থানা হেফাজতে কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় ২৪ জুলাই তার ভাই শামীম আহমদ চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনের প্রেেিত বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বনিক, এসআই রহিম, এএসআই তাহের ও কনস্টেবল অধীর চন্দ্রের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ডে পুলিশের আইজিপি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। রোববার থানায় তাদের বিরুদ্ধে মামলাও হয়। এর আগে ঘটনার পর পুলিশ নিজেদের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ওই ৫ জনসহ ৮ পুলিশকে সাময়িক বরখাস্ত করে।
এদিকে হাইকোর্টের ওই আদেশের স্থগিতাদেশ চেয়ে অভিযুক্তদের পে সুপ্রিম কোর্টের অ্যাপিলয়েড ডিভিশনের চেম্বার জজ আদালতে আপিল করেন ওসি (তদন্ত) শ্যামল বনিক। গতকাল শুনানী শেষে বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।