শ্রীমঙ্গলে ল্যাংক খেয়ে শিশু অন্তরা হাসপাতালে
মধু চৌবে, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ল্যাংক খেয়ে সাড়ে পাচঁ বছরের শিশু ফাহমিদা মাহমুদ অন্তরা এখন হাসপাতালে। প্রথমে তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। জানা যায় শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক শ্রীভুমির সম্পাদক ইসমাইল মাহমুদের ছোট মেয়ে স্ট্যার্ন্ডড ওয়ানের ছাত্রী ফাহমিদা মাহমুদ অন্তরা গত রাতে ট্যাংগের পাউডারের অনুকরণে তৈরী সুচি ফুড প্রোডাক্ট এর ল্যাংক পাউডার ড্রিংক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। প্যাকেটের গায়ে কোন উৎপাদনের তারিখ ও বিএসটিআই এর কোন অনুমোদন ছিলনা। গ্রাহককে বিভ্রান্ত করার জন্য স্বনামধন্য প্রোডাক্ট ট্যাংগ এর অনুকরনে তৈরী করা হয়েছে ল্যাংক। হাসপাতালের চিকিৎসক জানান, ওই ড্রিংক এ বিষাক্ত জিবাণু থাকার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে।