দক্ষিণ সুরমায় কমান্ডো স্টাইলে ছিনতাই
দক্ষিণ সুরমা সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই-কামাল বাজার রাস্তা ফাঁকা। শুক্রবার দুপুর পৌনে ১টায় বালাগঞ্জ থেকে ছাতকগামী একটি সিএনজি অটোরিকশা হাজরাই মসজিদের পশ্চিম পাশে আসামাত্র একটি মোটর সাইকেল যোগে ২ ছিনতাইকারী ওই সিএনজি অটোরিকশার সামনে মোটরসাইকেলটি আড়াআড়ি করে রেখে চোখ থেকে এক সাথে দু’জন চশমা খোলে শাটের মধ্যখানে রাখে। পকেট থেকে একজন বের করে একটি ছুরি। অপর জন বের করে ছোট একটি পিস্তল। স্বামী-স্ত্রীর বুকে ধরে পিস্তল ও ছুরা। দু’ই ছিনতাইকারী ঈদ মোবারক বলেই স্ত্রীর গলা থেকে ছিনিয়ে নেয় স্বণের চেইন। মুর্হুতেই হাওয়া হয়ে যায় দুই ছিনতাইকারীরা। এই বর্ণনা দিলেন ছিনতাইর শিকার খছরু মিয়া।
বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা খছরু মিয়া জানান, শুক্রবার দুপুরে তার স্ত্রী হাসনা বেগম ও ছেলেকে নিয়ে ছাতকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে দক্ষিণ সুরমার হাজরাই নামক স্থানের আসা মাত্র দুই ছিনতাইকারী তার স্ত্রীর ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে দক্ষিন সুরমা ও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।