গাজায় বর্বরোচিত হামলা-হত্যার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে মানব বন্ধন
কামাল হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ)
ফিলিস্তিনি গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে সচেতন নাগরিকের মানব বন্ধন পালন করেছে। গতকাল মঙ্গলবার সচেতন নাগরিকদের উদ্যোগে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ রাস্তায় এক মানব বন্ধন করে । পরে শামসুল কবীর ও জাহিদুল ইসলামের সঞ্চালনে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা , প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মাওঃ মো.আবুল কাসেম , মাও: মোয়াফিকুল ইসলাম, মা: শাহ আলম আমিনি মাওলানা আব্দল বাছিদ , মাওলানা গোলাম মর্তুজা , সাংবাদিক -হাসান বসির ছাত্র দল নেতা আরিফ রব¦ানী হিমেল প্রমুখ ” বক্তাগন অনমতিবিলম্বে এ হামলা ও হত্যা বন্দের দাবী জানিয়ে জুলুমবাজদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন ।