কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড জকিগঞ্জে : সবকটি ইউনিয়ন বিদ্যুৎহীন

sylhet thunderstorm _2_28-04-2014জকিগঞ্জ প্রতিনিধিঃ সোমবার গভীর রাতে কাল বৈশাখী ঝড়ে লন্ডবন্ড হয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন অঞ্চলে গাছপালা ভেঙ্গে বৈদ্যুতিক লাইনের উপর পড়ে জকিগঞ্জের সব কয়টি ইউনিয়ন এখনো বিদ্যুৎবিহীন। তবে জকিগঞ্জ পৌরশহরে ২০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কোনমতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হচ্ছে বিরশ্রী, খলাছড়া, জকিগঞ্জ পৌরসভা, সুলতানপুর ও মানিকপুর ইউনিয়ন। কালবৈশাখী ঝড়ে আধাপাকা টিন সেডের ঘর, স্কুল, মাদ্রাসার টিনেরচালা ও বিদ্যুতিক খুটি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। খলাছড়া ইউনিয়নের ডিগ্রি গ্রামের হেলাল মিয়ার টিনসেটের ঘরটি প্রচন্ড ঝড়ের আঘাতে উড়িয়ে নিয়ে যায়। ইছামতি (ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা ভেঙ্গে পার্শ্ববত্বী পুকুরে ফেলে দেয়। খলাছড়া ইউপির তেরাপুর গ্রামের মখদ্দছ আলীর টিনের ঘর, কুলছুমা বেগমের টিনের ঘর, রফিক আলী, জব্বার মিয়া, শফিক মিয়া, পরিতুষ রায়, জনক বাবু, নিয়াজ মিয়া ও শাহিন মিয়ার টিনের ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জকিগঞ্জ শেওলা-সিলেট সড়কের দু পাশের গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যহত হয়। ঈদগাহ বাজারের নিকট প্রকান্ড একটি রেন্টি গাছ পড়ে প্রায় ৫ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ঝড়ের তান্ডবে শত শত বিভিন্ন জাতের গাছপালা উপড়ে পড়ে ক্ষতি সাধন হয়। উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।