তৃতীয় দফার ১৪ কেন্দ্রের ভোট ২৭ মার্চ
সুরমা টাইমস ডেস্কঃ গত ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় দফার উপজেলা নির্বাচনে ৬ জেলার স্থগিত ১৪ ভোটকেন্দ্রের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার এই ভোট হবে।
গত ১৫ মার্চ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ৮১ উপজেলায় ভোট হয়। স্থগিতকৃত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২টি, লক্ষ্মীপুর জেলার কমলনগরে ১টি, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১টি, বরিশালের হিজলায় ৩টি, ময়মনসিংহের গৌরীপুরে ৩টি ও মুক্তাগাছায় ৩টি এবং কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ১টি কেন্দ্রে পুন:ভোটগ্রহণ করা হবে। এ ব্যাপারে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইসি।
পুন:ভোটগ্রহণ অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং ফের যেন সহিংসতা না ঘটে সে লক্ষ্যে সংশ্লিষ্ট ৬ জেলা প্রশাসককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, সোমবার সকালে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।