সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিচ্ছে : শিক্ষামন্ত্রী
সুরমা টাইমস রিপোর্টঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে কৃষিবিদরাই পারেন দেশকে এগিয়ে নিতে। সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিচ্ছে। পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন আওয়ামী লীগ সরকারের দ্বারা সম্ভব হয়েছে। নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা রাখারও আহ্বান জানান মন্ত্রী।
রোববার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার।
এসময় শিক্ষামন্ত্রীর কাছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃব) নিজস্ব ল্যাবরেটারি, আরো ৫০ একর জমি ও শিক্ষার্থীদের জন্য তিনটি গাড়ি দাবি করা হয়। জবাবে শিক্ষামন্ত্রী এসব দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সাঈদ।
এর আগে শিক্ষামন্ত্রী ডিজিটাল লাইব্রেরী, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত আব্দুস সামাদ আজাদ হল ও রূপালী ব্যাংক, সিকৃবি শাখার উদ্বোধন করেন। এছাড়া রোববার বেলা সাড়ে ৩টায় গোলাপগঞ্জ উপজেলার রনকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।