জমিয়ত মহাসচিব মুফতি ওয়াক্কাসের মুক্তি
সুরমা টাইমস ডেস্কঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মো. ওয়াক্কাস মুক্তি পেয়েছেন। গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর হামলার পাঁচ মামলায় ছয় মাসের জামিন আবেদন মনজুরের পর রোববার (৮জুন) দুপুরে কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। গত সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আদালত সূত্র জানায়, মোট সাত মামলায় মুফতি ওয়াক্কাস জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে এক মামলার ফাইল পাওয়া যায়নি। একটিতে জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। বাকী পাঁচ মামলায় ছয়মাস করে জামিন পেয়েছেন মুফতি ওয়াক্কাস। উল্লেখ্য যে, গত বছরের ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানাগেছে। এদিকে সোমবার দুপুর দুইটায় সিলেট জেলা জমিয়ত কার্যালয়ে মুফতি ওয়াক্কাসের মুক্তিলাভে এক শুকরিয়া সভার আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখা।