দক্ষিণ সুরমায় পর্ণ ছবি বিক্রয়ের অভিযোগে আটক ৩

কম্পিউটার ও পিসি জব্দ : ক্স অভিযান চলবে…..ওসি মুরছালিন

atok news & pic-1দক্ষিণ সুরমা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সিডি ভিসিডি ব্যবসার আড়ালে চলছে পর্ণ ছবি বিক্রয়ের রমরমা ব্যবসা। এলাকার তরুন যুব সমাজের নৈতিক চরিত্র বিনষ্টকারী এসব ব্যবসায়ীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে বেপরোয়াভাবে চালিয়ে আসছিলো নিষিদ্ধ ব্যবসা। তাদের প্রতিহত করতে একাধীকবার এলাকাবাসী প্রশাসনিক কর্মকর্তাদের কাছে নালিশ করলে ও কোনো উপকার পাওয়া যায়নি। অবশেষে সিলেট মেট্রো পলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমানের নির্দেশে দক্ষিণ সুরমা থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মুরছালিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে গতকাল রবিবার দুপুর ২ টায় কদমতলী এলাকায় অভিযান চালান। অভিযানে পর্ণ ভিডিও চিত্র বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয় ৩ ব্যবসায়ীকে। উদ্ধার করা হয় ৫ টি কম্পিউটার ও পিসি। আটককৃতরা হচ্ছে,কদমতলীর মৃত মালিক মিয়ার কলোনীর কালা মিয়ার ছেলে শাওন আহমদ কুদ্দুস(২৫),গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের ফারুক মিয়ার ছেলে মাতাব (২১) ও একই উপজেলার কুন্দিয়ারচড় গ্রামের মনফর আলীর ছেলে রুবেল(২২)। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যবসায়ী তাদের দোকান ফেলে পালিয়ে গেছে। তারা হচ্ছে মোমিনখলা এলাকার সমজিদ আলীর ছেলে ফারহান ইলেট্রনিক্স এর মালিক সোলেমান মিয়া (৩২) ও আনন্দ টেলিকম এর ব্যবসায়ী রাজন (২৮) ও রুহেল টেলিকমের ব্যবসায়ী রুহেল (৩০)। আটককৃতদের বিরুদ্ধে পর্ণ্যগ্রাফী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যপারে থানার ওসি মুরছালিন জানান, আটক ব্যবসায়ীরা অনেক দিন ধরে যুব সমাজের চরিত্র নষ্ঠকারী অবৈধ অশ্লিল পর্ণব্যবসা চালিয়ে আসছিলো, অনুসন্ধান চালিয়ে হাতে নাতে গতকাল তাদের আটক করা হয়েছে, এ ছাড়া অন্যান্য যারা এসব অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে ও আটক করাসহ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।