ছাতকে চালককে মারধরের জেরে দু’ঘন্টা সড়ক অবরোধ
ছাতক প্রতিনিধিঃ ছাতকে ফোরষ্ট্রোক চালককে মারধর করার প্রতিবাদে দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে চালকরা। ট্রাফিক পয়েন্ট থেকে কোর্ট রোড পয়েন্ট পর্যন্ত সড়কে গাড়ী এলোপাতাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে দেখা গেছে। অপরদিকে শহর থেকে সিলেট, সুনামগঞ্জগামী যাত্রী ও মালবাহী যানবাহনে আটকা পড়া যাত্রীরা অপেক্ষার প্রহর গুনতে-গুনতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, পৌর শহরের জংলীঘর এলাকায় জনৈক এক যুবকের সাথে ফোরষ্ট্রোক চালকের কথা কাটাকাটি হলে চালককে মারধর করে তার ফোরষ্ট্রোক আটক করে স্থানীয় লোকজন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে চালকরা এলোপাতাড়ি গাড়ী রেখে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর ইরাজ মিয়াসহ গন্যমান্য লোকজন অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এসে ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলু মিয়ার সাথে বৈঠক করে সালিশ-বৈঠকে নিস্পত্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।