শ্রীহট্ট সংস্কৃত কলেজ- এর একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন সম্পন্ন

DSC_1251 copyগতকাল মঙ্গলবার শ্রীহট্ট সংস্কৃত কলেজ- এর একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।এতে সভাপত্বি করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজ’র অধ্যক্ষ সম্পাদক ড. দিলীপ কুমার দাস চৌধুরী, পরিচালনা করেন অধ্যাপক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরকারী তিব্বিয়া কলেজ সিলেট প্রভাষক হাকিম মো: নুরুল হক, গীতা পাঠ করেন সংস্কৃত কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্রী রাকেশ চন্দ্র শর্ম্ম্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজ’র সহ- সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, স্বাস্থ্য প্রকোশলী সিলেট অঞ্চল সিলেট নির্বাহী প্রকোশলী এ.কে. এম বদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিবার সদস্য মধুমিতা রায় দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা প্রফে: ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, শ্রীহট্ট সংস্কৃত কলেজ একাডেমীর সদস্য বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, শ্রী রতন মনি মোহান্ত, ড. আর, কে ধর, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো: আব্দুল খালিক, সংরক্ষিত কাউন্সিলর কুহিনূর ইয়াসমিন ঝর্ণা, বাংলাদেশ ইউনানী ও আইরবেটিক বোর্ড ঢাকা বোর্ড প্রতিনিধি হাদীম মো: শরীফ উদ্দিন, অধ্যাপক অরবিন্দু চক্রবর্তী, অধ্যাপক অরুন চক্রবর্তী, অধ্যাপক মঞ্জুশ্রী চৌধুরী, তাপস দাশ, উত্তম কুমার সরকার, দেবর্র্ষী চৌধুরী দ্বীপ, অলফা দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিহির ভট্টাচার্য্য, ঠিকাদার সৌমিত্র দাশ, রাহুল সেন, কানাই লাল দাশ, তুহিন আহমদ, মাও. মনির উদ্দিন, আমিনুল হক প্রমুখ।