কমলগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত পান্না তালুকদারের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পান্না তালুকদার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের মামুদ মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের হাজির উদ্দিন ও কাসেম মহলদার গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। মারাত্মক আহত পান্না তালুকদারকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।