মৌলভীবাজারে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক ও সাজাপ্রাপ্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর থানার জমশেদ মিয়া (৪৮), সুলতান আহমদ (২০), শফিক মিয়া (৪৫), রাজু মিয়া (১৯), মাহতাব আলী (৩০), বলু মিয়া (৩০), ফজল মিয়া (৪৮), নাসির মিয়া (২৮), সরলা খাতুন (৩৫), জামিলা খাতুন (৩০) কুলাউড়া থানার- আব্দুল হাই (২৮), এরশাদ মিয়া (৩৮) ও আব্দুল জলিল (৩০)। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।