সংসদ ভবনে আগুন : পুড়ে গেছে তোফায়েলের কক্ষ
সুরমা টাইমসঃ জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাণিজ্যমন্ত্রীর কক্ষ পুড়ে গেছে। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সকাল আটটা ৪০ মিনিটের দিকে জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলার একটি কক্ষের সোফায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব প্লাজায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ও হেডকোয়ার্টারের চারটি ইউনিট অল্পক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।