মেয়রের জিম্মায় কাউন্সিলর তুহিন ও সোয়েব মুক্ত
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীমের উপর থেকে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার চৌকিদেখিতে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৮ জনকে আটক করা হয়। এরমধ্যে ১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রকিব তুহিন ও শামীমের বড় ভাই সোয়েব আহমদ চৌধুরী ছিলেন। সোয়েব আহমদকে গতকাল রাত সাড়ে ৯ টায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এয়ারপোর্ট থানার ওসি শাহ জামাল জানান, সোয়েব আহমদকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিনকে মেয়রের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, ব্যাটারিচালিত অটোরিক্সা চালক জালাল আহমদকে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম’র লোকজন কর্তৃক হত্যার অভিযোগে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের বিরুদ্ধে আদালতে মামলা করেন তার পরিবারের লোকজন। আদালতের নির্দেশে এ ঘটনার ৪৩ দিন পর গত সোমবার কবর থেকে জালালের লাশ উত্তোলন করা হয়। গতকাল মামলা প্রত্যাহারের দাবিতে শামীমের লোকসহ এলাকাবাসী মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ওই সময় শামীমের ভাই ও কাউন্সিলর তুহিনসহ ৮ জনকে আটক করে।