৩ র্যাব অফিসারের সর্বোচ্চ শাস্তি চাইলেন খালেদা
সুরমা টাইমস রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি করলেন।মুন্সীগঞ্জের লঞ্চঘাটের জেলা বিএনপির জনসভায় খালেদা জিয়া র্যাবের তীব্র সমালোচনা করেন।
খালেদা জিয়া র্যাব অফিসারদের ৫৪ ধারায় গ্রেপ্তার করার সমালোচনা করে বলেন ‘র্যাব অফিসারদের ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। যেসব লোক অপহরণের ঘটনা দেখেছিল তারা সাক্ষী দিয়েছে। তারপরও তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়নি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, ‘বাংলাদেশের আইনে খুনের শাস্তি যা হয়, সেই সর্বোচ্চ শাস্তিই তাদের দিতে হবে। এই সরকার তাদেরকে শাস্তি না দিলে পরবর্তীতে যে সরকার আসবে তারা তাদের শাস্তির ব্যবস্থা করবে। তারা কার জামাই তা দেখা হবে না।’