নবীগঞ্জে হাওরে হাস রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
নবীগঞ্জ উপজেলার নির্ভৃত পল্লী বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামে হাস রাখাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে দু’দল লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলায় গুরুতর আহরা হল, আবু দাশ (৩৫), সমসু মিয়া (৩৫), আক্তার হোসেন (২৮)।
সুত্রে জানা যায়, উপজেলার আমাড়াখাইর গ্রামের সমসু মিয়ার খৈয়ার হাওরে হাসের খামারে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের দেলোয়ার আলীর পুত্র রহমত আলী গিয়ে খামারের মালিককে হাওরে হাস না রাখার জন্য বলে এতে তিনি কোন কর্মপাত না করলে তার উপর আক্রমন করা হয়। এ সময় খবর পেয়ে তার আত্বীয় স্বজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন অতর্কিত ভাবে হামলা করে।