নবীগঞ্জে জৈবিক উপায়ে পুকুরে মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠান

IMG_3645উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত “কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ (সিডিজিআই)” প্রজেক্ট কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য দিন ব্যাপি জৈবিক পদ্ধতিতে পুকুরে মাছের চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ১৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রিপন, সিনিয়র কোঅর্ডিটের, কমিউনিটি এঞ্জেজমেন্ট, শেভরন বাংলাদেশ। উজ্জ্বল দেব, প্রকল্প ব্যবস্থাপক, সিডিজিআই, আইডিয়া এ অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্রতা বিমোচন, বেকারত্ত্বের হার কমানো ও ভিটামিনের চাহিদা মেটাতে মৎস্য উৎপাদনের গুরুত্ত্ব সম্পর্কে আলোচনা করেন এবং দেশের অর্থনীতিতে এর ভুমিকার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ভাইস চেয়ারম্যান চানপুর একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। নব-নির্বাচিত ভাইস চেয়ারম্য আইডিয়া এর এই প্রকার উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপকারভোগীদের কে বাস্তবে সফলতার জন্য অনুরোধ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট বাইশটি গ্রামে মোট দুইশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে মাঠফসল ও সব্জি চাষাবাদ, কাঠ ও ফল জাতীয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।