সিলেটে খ্রিস্টান মিশনের সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে আহত ২
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। নগরীর নয়াসড়কস্থ খ্রিস্টান মিশন ও মীরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মিশনের পশ্চিম দিকের কিছু জায়গা নিয়ে খ্রিস্টান মিশন ও উইমেন্স মেডিকেল কলেজের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। বুধবার দুপুরে খ্রিস্টান মিশনের লোকজন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সিনড’র বার্ষিক সম্মেলনের দাবিতে মানববন্ধন শেষে ফেরার পথে দেখতে পান, মেডিকেল কলেজের পূর্বদিকের সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন প্রাচীর নির্মাণের কাজ চলছে। কলেজ কর্তৃপক্ষ মিশনের জায়গা দখল করে নতুন সীমানা প্রাচীর নির্মাণে চেষ্টা করছেন এমন দাবি করে তারা পুরাতন প্রাচীর ভাঙ্গার কাজে বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক এনআই খান। কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হন। এতে মিশনের আন্দ্রীয় দাশ ও বিমল দাশ আহত হন।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।