সিলেটে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত

IGP at Sylhetসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ পুলিশের আইজিপি এ.কে এম শহীদুল হক বলেছেন, কমিউনিটি পুলিশিং কমিউনিটির সাথে যোগাযোগ পূর্বক কাজ করে। নিরাপদ ও সুন্দর অবস্থা সৃষ্টি করে। মানুষের বিবেক জাগ্রত করার জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গঠন করা হয়েছে। সিলেট জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে শনিবার এ সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে “কমিউনিটি পুলিশিং কি এবং কেন” বইটির তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, শহীদ এসপি শামসুল হকের স্ত্রী, ডিআইজি মিজানুর রহমান, পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কবির চৌধুরী, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমদ, জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান প্রমুখ।