শান্ত-র গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০১৪, বুধবার সিলেটস্থ ভার্থখলায় কবি দিলওয়ার ফাউন্ডেশনের সাহিত্যতীর্থে শান্ত-র গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐ দিন বিকাল ৪ টায় কবি দিলওয়ার পরিষদ-এর সাধারণ সম্পাদক কবি ও লেখক সুপ্রিয় ব্যানার্জ্জি শান্ত-এর কাব্যগ্রন্থ : নামেই ‘মানুষ’ আমি; প্রবন্ধগ্রন্থ : গণমানুষের কবি; পুস্তিকা : মধ্যবিত্তের সুখ এবং সম্পাদনাগ্রন্থ : বিশদ-সরল, স্নানাঙ্গতর্পণবিধি ও বারুণী-এর মোড়ক উন্মোচনে সভাপতিত্ব করবেন কবি অরুণ ভুষণ দাশ। কবি দিলওয়ার পরিষদ-এর সভাপতি সকল সাহিত্য অনুরাগীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণ কবি ও লেখক সুপ্রিয় ব্যানার্জ্জি শান্ত-কে উদ্দীপনা দেবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি