কাতারে পহেলা বৈশাখের অনুষ্ঠান ১১ এপ্রিল

PIC_1319আনোয়ার হোসেন মামুন: দোহা (কাতার) থেকে: পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১১ এপ্রিল কাতারে বৈশাখী কনসার্টের আয়োজন করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা। কাতারে বসবাসরত প্রবাসীদের সংগঠন ফ্রেন্ডস সোসাইটি উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। কনসার্টটি অনুষ্ঠিত হবে ওল্ড ইন্ডিয়ান আইডিয়াল স্কুল মাঠ (মিডম্যাক রাউন্ড অ্যাবাউটের পার্শ্বে ।

অনুষ্ঠানে বাংলাদেশ যে অতিথিরা যাবেন তারা হলেন- জাহিদ হাসান, ইলিয়াছ কাঞ্চন, মোশাররফ করিম, বাবর আলী,আ খ ম হাসান, মাজনুন মিজান, তারেক স্বপন,পারভেজ, কুদ্দুস বয়াতি, রিংকু, নিপুন, নির্ঝর, সুজানা, শামিমা নাজনিন, প্রমি,আফনান লাইভা, শাহনাজ বাবু ও জুই মোশাররফ করিম।
অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি কাতারের স্থানীয় একটি হোটেলে কাতার কমিউনিটির বিশিষ্ট জন, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিদের মাঝে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও মোখলেসুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা এটিএম জি মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় টিভি অভিনেতা কামাল হোসেন বাবর, ওরফে বাবর আলী।
এছাড়া এতে উপস্থিত ছিলেন- কাতারে বাংলাদেশ কমিউনিটি নেতা মো. নজরুল ইসলাম, কাতারে চট্টগ্রাম সমিতির সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন পাটোয়ারী, প্রকৌশলী আনোয়ার,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়া,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ জাহেদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল আলম প্রমুখ।