বিশ্বনাথে আয় বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে গতকাল শনিবার অনলাইনে আয় বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট্র’ এর আওতায় প্রশিক্ষণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ইমরান আহমেদ খান, মির্জা মো. নাজমুল হক, জোবায়ের হোসেন, দেবপ্রিয় পাল প্রমুখ।
যুব শক্তিকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। বাংলাদেশ কে ডিজিটাল হিসেবে গড়ে তোলার পরিচালনার মাধ্যমে ৫৫০০০ ফ্রিল্যান্সার তৈরী হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। “লার্নি এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট্র” এর প্রশিক্ষণ কর্মসূচি সিলেট জেলার বিশ্বনাথ, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাটসহ ৫টি উপজেলায় একযোগে শুরু হয়েছে এ প্রশিক্ষণ। প্রতিটি উপজেলার শিক্ষিত বেকার-যুবক-যুবতী, বিভিন্ন পেশাজীবির প্রশিক্ষনার্থী কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী হতে সাহায্য করবে।