রুম সঙ্কট নিরসনের দাবিতে শাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও
শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সঙ্কট নিরসনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এর আগে শ্রেনিকক্ষ সঙ্কট, স্থান বরাদ্দ, শিক্ষকদের কক্ষ সঙ্কটসহ বিভিন্ন দাবির সমাধান দাবি করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি ভিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর জাহিদ হাসান বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য গিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস প্রমুখ।
পরবর্তীতে উপাচার্য এসে বিষয়টি দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।